গান্ধীজীকে কেমনভাবে দেখবো শীর্ষক বক্তৃতা
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের উদ্যোগে গত (৩১ জুলাই ২০১৯) বুধবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘গান্ধীজীকে কেমনভাবে দেখবো?’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিদ্যুৎ চক্রবর্ত্তী এই বিশেষ বক্তৃতা প্রদান করেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্ষ্ঠুানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবদুল বাছির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিদ্যুৎ চক্রবর্ত্তী তাঁর বক্তব্যে বলেন, মহাত্মা গান্ধী একটি আদর্শ ও চেতনার নাম। তাঁর রাজনৈতিক আদর্শ পৃথিবীতে এখনও অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে।
মহাত্মা গান্ধীর বর্ণাঢ্য জীবন থেকে আমাদের অনুপ্রেরণা নেয়ার আছে, তবে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবো সেটা হচ্ছে আসল বিষয়। তিনি বলেন, গান্ধী সারাজীবন অহিংসা’র কথা বলেছেন। এটিই ছিল তাঁর রাজনৈতিক জীবন দর্শন এবং তাঁর এই অহিংসার ভিত্তিই হচ্ছে ভালবাসা।