ইবিতে মঞ্চনাটক ‘পন্তা আকালী’ মঞ্চস্থ
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পথনাটক আন্দোলনের অগ্রনায়ক ‘মান্নান হীরা’র নাটক ‘পন্তা আকালী’ মঞ্চস্থ হয়েছে। সোমবার দুপুর ১১টায় টিএসসিসি করিডোরে বিশ্ববিদ্যালয় থিয়েটার এর আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় ও নিশাত উর্মির নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে রংপুর অঞ্চলের কৃষকদের দুঃখ-দুর্দশা ও তাদের নিয়ে বুদ্ধিজীবীদের বিভিন্ন কর্মকান্ডের চিত্র ফুটে ওঠে। নাটকে অভিনয় করে নাহিদ, ইশতিয়াক, পিয়াস, রুমন, আদনান, বিন্দু, ইরানী ও রেজওয়ান।
এসময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি মুর্তজা আলী।
টি এইচ জায়িম