ঢাবি উপাচার্য এসিইউ’র কাউন্সিল মেম্বার নির্বাচিত
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দি এসোসিয়েশন অব কমনওয়েলথ্ ইউনিভার্সিটি (এসিইউ)-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক এসিইউ এক বার্তায় গতকাল ২৯ জুলাই ২০১৯ এই ঘোষণা প্রদান করে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাড়া আরও পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদ দি এসোসিয়েশন অব কমনওয়েলথ্ ইউনিভার্সিটি (এসিইউ)-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শ্রীলঙ্কার শ্রী জয়বর্ধনেপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমপাথ আমারাতুঙ্গে, যুক্তরাজ্যের ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমানদা ব্রোডেরিক, মালয়েশিয়ার মনিপাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ফ্রাঙ্কো গান্ডোলফি, কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ড. রোহ্ন্দা এল লেনটন এবং দক্ষিন আফ্রিকার কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামকগেথি ফাকেং।
এছাড়া, কিংস্ কলেজ লন্ডনের প্রেসিডেন্ট অধ্যাপক এডওয়ার্ড বিরনি এসি এবং যুক্তরাজ্যের দুরহাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্টুয়ার্ট করব্রিজ যথাক্রমে এসিইউ’র চেয়ার এবং অনারারি ট্রেজারার নির্বাচিত হয়েছেন।