রুহুল আমিন বাচ্চুর লেখালেখির ৫০ আলোচনা ও প্রকাশনা উৎসব
নিজস্ব প্রতিবেদকঃ
নাট্যকার-কথাশিল্পী রুহুল আমিন বাচ্চুর লেখালেখির ৫০ বছর উপলক্ষে আলোচনা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে (দ্বিতীয় তলা) বিকেল ৪ টায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুপারনিউমারারি প্রফেসর আবুল কাসেম ফজলুল হক।
স্বাগত বক্তব্য রাখেন কবি-শিল্পী মহিউদ্দিন আকবর। মূখ্য দৃকপাৎ ছিলেন কবি নূর আল ইসলাম। অনুবাদকের কথা বলেন কথাশিল্পী শান্তা ফারজানা ও প্রকাশকের কথা বলেন সাউন্ডবাংলা’র নির্বাহী পরিচালক কলামিস্ট মোমিন মেহেদী।
বিশেষ অতিথি ছিলেন ছড়াকার আবু সালেহ, কবি-সাংবাদিক আলম হোসেন, কবি শহিদুল্লাহ আনসারী ও কবি জুলকর শাহীন। আলোচনায় অংশ নেন ছড়াকার মানসুর মুজাম্মিল ও সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন কথাশিল্পী রানা জামাান।