ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রলীগের মশা নিধন কর্মসূচি

ইবি প্রতিনিধিঃ

দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বর প্রতিরোধের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রবিবার (২৮ জুলাই) তিন দিনব্যাপী এডিড মশা নিধন কর্মসূচি শুরু করেছে। সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সামনে থেকে এই কর্যক্রম শুরু হয়।

Post MIddle

কর্মসূচির উদ্বোধন কালে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন সারা দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রার্দুভাব রোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের এই কর্মসূচী। আমরা চাইনা এই প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী এই জ্বরে আক্রান্ত হোক। সাধারণ শিক্ষার্থীদের সকল সমস্যায় তারা পাশে থাকার ঘোষণা দেন। এসময় বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দুই জেলা কুষ্টিয়া-তে দশ জন এবং ঝিনাইদাহে এগারো জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম হতে জানা যায়।

পছন্দের আরো পোস্ট