তুয়ান ফাউন্ডেশনের ত্রৈমাসিক বৃত্তি প্রদান
কামরুল হাসান শাকিমঃ
তুয়ান ফাউন্ডেশন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টেও উদ্যোগে মৌলভীবাজারে অস্বচ্ছল শিক্ষার্থীদের ত্রৈমাসিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং রাজনগর উপজেলার ৮ নং মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মিলন বখত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ফরিদ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির স¤পাদক অ্যাডভোকেট কামরেল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক আজমল আহমদ চৌধুরি।
উল্লেখ্য, প্রতি তিনমাস পর পর জেলার দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীদের সংগঠনটির পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়।