কুবি সাংবাদিকতা বিভাগে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

|| কুবি প্রতিনিধি ||

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভাগের ৩য় ও ৪র্থ ব্যাচের মধ্যকার ম্যাচ দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়।

ম্যাচের ১৭ মিনিটে মাহফুজুর রহমান আরিফের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ৩য় ব্যাচ। এ রেশ না কাটতেই ২০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে রায়হান উদ্দিন। ২-০ গোল ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে মঞ্জুরুল ইসলামের গোলে ৪র্থ ব্যাচ একটু স্বস্তির নিঃশ্বাস নিলেও শেষ রক্ষা হয়নি তাদের। ২-১ গোল ব্যবধানে ম্যাচটি জিতে ৩য় ব্যাচ।

Post MIddle

এদিকে ১১টায় টুর্নামেন্টের ২য় ম্যাচে অংশগ্রহণ করে বিভাগের ১ম ও ২য় ব্যাচ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ২য় ব্যাচ বনাম ৪র্থ ব্যাচ এবং বিকাল ৩টায় ১ম ব্যাচ বনাম ৩য় ব্যাচ।

উল্লেখ্য, কুবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মোট চারটি ব্যাচ রয়েছে। টুর্নামেন্টের লীগ পর্বে চার দল-ই একে-অন্যের মুখোমুখি হবে। লীগপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুদল আগামী ১ আগস্ট ফাইনালে অংশগ্রহণ করবে।

 

প্রতিনিধি/কুবি/এমকে

পছন্দের আরো পোস্ট