রাজশাহী বিশ্ববিদ্যালয় বিদ্যাবার্তা’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা’র ১ম বর্ষ: ২য় সংখ্যা আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এদিন সকাল ১০টায় উপাচার্য দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদ্যাবার্তা’র প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান পত্রিকাটির পাঠ উন্মোচন করেন।

Post MIddle

এসময় অন্যদের মধ্যে বিদ্যাবার্তা’র সম্পাদক উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, বিদ্যাবার্তা’র নির্বাহী সম্পাদক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, বার্তা সম্পাদক ড. মাহাবুবুর রহমান ও ড. এ বি এম সাইফুল ইসলাম প্রমুখসহ সম্পাদনা পর্ষদের সদস্য ও প্রতিবেদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ শামসুদ্দিন আহমদ সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত রাজশাহী বিশ্ববিদ্যালয় বিদ্যাবার্তা ত্রৈমাসিকভিত্তিতে প্রকাশিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়সমূহ স্থান পায়।

পছন্দের আরো পোস্ট