ক্লিন ইমেজের ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব

ইবি প্রতিনিধিঃ 

নিজেকে প্রকাশ করার সহজ সরল ভঙ্গি, সর্বোপরি স্বচ্ছ রাজনীতি যার একমাত্র গুণ, অতি অল্প সময়েই মানুষকে আপন করে নেন তিনি আর কেউ নন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

মেধাবী এই ছাত্র নেতার জন্ম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে। পিতা মোঃ রেজাউল করিম এবং মাতা মোছাঃ রাশিদা বেগম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ের ফিন্যাস্ন এ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হন। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় তার অবস্থান ছিল ১৫ তম।

Post MIddle

শৈশব থেকেই ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই জড়িয়ে পড়েন বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে। বিশ্ববিদ্যালয়ের বিগত কমিটির(সাইফুল-অমিত) কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

অমায়িক ব্যবহার ও গণমুখী মনোভাবের কারণে খুব অল্প সময়েই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের কাছে হয়ে ওঠেন পরিচিত মুখ। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সকল ন্যায়সঙ্গত দাবির সাথে থাকাই তার লক্ষ্য বলে জানা যায়।

পছন্দের আরো পোস্ট