জনসংখ্যা দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার

ঢাবি প্রতিনিধিঃ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে 25 Years of the International Conference on Population and Development (ICPD): Accelerating the Promise শীর্ষক এক সেমিনার গত (১১ জুলাই ২০১৯) বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন।

Post MIddle

পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. ইকো নারিতা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. বরকত-ই-খুদা এবং বাংলাদেশ পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব আলোচনায় অংশ নেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল হক স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মৃত্যু হার হ্রাস এবং প্রজনন স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে দারিদ্র বিমোচন, লিঙ্গ সমতা ও দক্ষ মানবসম্পদ তৈরির উপর তিনি গুরুত্বারোপ করেন।

পরে উপাচার্য রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পছন্দের আরো পোস্ট