একাদশে ভর্তির নতুন সুযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
অনলাইন প্রক্রিয়ার জটিলতায় যে সকল শিক্ষার্থীরা এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি তাদের জন্য ১৬ জুলাই পর্যন্ত নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে।
রোববার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীরা আগামী ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত কলেজে সরাসরি আবেদন করতে পারবে। আসন ফাঁকা থাকলে মেধা তালিকা অনুযায়ী ২৭ জুলাইয়ের মধ্যে এসব শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে কলেজে গিয়ে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আমরা ওদের ছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম শেষ করতে চাই না। আশা করছি, আসছে ২৭ জুলাইয়ের মধ্যে সবাই কলেজে ভর্তি হয়ে যাবে।
তিন ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু এখনো ভর্তি হতে পারেনি দেড় লাখেরও বেশি আবেদনকারী শিক্ষার্থী। আবেদন করা ১৪ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত ভর্তি হয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৩২৬ জন। এছাড়া মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের মধ্যে কলেজে ভর্তির জন্য আবেদনই করেনি প্রায় ৩ লাখ শিক্ষার্থী ।