সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শাবিতে স্বাস্থ্যসেবা ক্যাম্পিং
শাবি প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল থেকে ইউনিভার্সিটি সেন্ট্রালে (ইউসি) বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিনের আয়োজনে এবং শাহজালাল মাইক্রোস্কোপিক এন্ডোডন্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ‘কিন ডেন্টাল ক্যাম্প ফর কিডস্ ২০১৯’ শিরোনামে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল নয়টা থেকে ইউসির ১০৩ ও ২০২ নম্বর কক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের দাঁতের চিকিৎসা করা হয়। এ ক্যাম্পিংয়ের মাধ্যমে মোট ৬৪ জন শিশুদের চিকিৎসা সেবা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এই আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন সাঁকো এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. নাহিদা জাফরিন তুলি এবং কিনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. জায়েদা শারমিন প্রমুখ।
উল্লেখ্য, কিন শাবির একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন। যা বিভিন্ন মানবসেবামূলক কাজ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে।