ইবিতে পাঠ্যসূচী পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবস্যায় প্রশাসন অনুষদের পাঠ্যসূচী পরিকল্পনা ও পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ব্যবস্যায় প্রশাসন অনুষদের অধিবেষন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

Post MIddle

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যবস্যায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা। এসময় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। কর্মশালায় মূল অলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

কর্মশালায় অধ্যাপক ড. আব্দুর রব ব্যবস্যায় প্রশাসন অনুষদের বিভাগগুলোর যুগোপযুগী পাঠ্যসূচী প্রণয়নের ব্যাপারে শিক্ষকদের সাথে পর্যালোচনা করেন।

পছন্দের আরো পোস্ট