সাউথইস্ট ও উহান ইন্সটিটিউট অব টেকনোলজির মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদকঃ

Post MIddle

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও চীনের উহান ইন্সটিটিউট অব টেকনোলজির মধ্যে ১৯ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা পাঠগ্রহণ ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি এম. কামাল উদ্দিন চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দিন আহমেদ এবং উহান ইন্সটিটিউট অব টেকনোলজির পক্ষে ভাইস প্রেসিডেন্ট ফাং ওয়েনহাই, ইন্টারন্যাশনাল এডুকেশন স্কুলের ডিন পেং শিউ, গ্র্যাজুয়েট স্কুলের ডিন উ জুনতাও, ম্যানেজমেন্ট স্কুলের ডিন ফেং বিং, ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের অ্যাসোসিয়েট ডিন ইয়াং জিয়ানবিং উপস্থিত ছিলেন। এছাড়াও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট