বিশ্ব বাইসাইকেল দিবসের র‌্যালি

ঢাবি প্রতিনিধিঃ

বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গতকাল ২ জুন ২০১৯ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি’র উদ্বোধন করেন।

Post MIddle

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতিসংঘে অনুষ্ঠিত ৭২তম নিয়মিত অধিবেশনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়ে থাকে। এবারে ২য় বারের মতো পালিত হলো এই দিবস।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের বড় চ্যালেঞ্জ হলো দুষণমুক্ত নির্মল পরিবেশ সৃষ্টি করা। বাইসাইকেল এমন একটি বাহন যা সম্পূর্ণ পরিবেশবান্ধব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাইসাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস।

পছন্দের আরো পোস্ট