সাত পুকুর গবেষণা প্রকল্পে মাছের পোনা অবমুক্তকরণ

রাবি প্রতিনিধিঃ

আজ বুধবার সকাল ৯টায় উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান সাত পুকুর গবেষণা প্রকল্পভুক্ত জোহা হল পুকুরে রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন।

Post MIddle

সেখানে অন্যদের মধ্যে সাত পুকুর প্রকল্পের সভাপতি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, ফিশারীজ বিভাগের সভাপতিসহ প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সাতপুকুর প্রকল্পের আওতায় উচ্চশিক্ষা ও গবেষণা কাজে ব্যবহারসহ সৌন্দর্যবর্ধন, গোসল করা ও মাছ চাষের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জোহা হল পুকুর, হবিবুর রহমান হল পুকুর, চিকিৎসা কেন্দ্রের সামনের পুকুর, কচিয়াপুকুর, মন্নুজান হল পুকুর, জুবেরী ভবনের সামনের পুকুর ও সায়েন্স ওয়ার্কশপ পুকুর অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে অতিরিক্ত হিসেবে পদ্ম পুকুর এতে সংযোজিত হয়।

পছন্দের আরো পোস্ট