সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র দিলো সাউথইস্ট

নিজস্ব প্রতিবেদকঃ

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাব (২৬ মে ২০১৯) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের এই আয়োজন বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। ১০০ জনেরও বেশি শিশুকে ইফতারের পাশাপাশি ঈদ উৎসবের জন্য নতুন কাপড় এবং খাবার প্রদান করা হয়।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সেমিনার হলে উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ এবং আই.কিউ.এ.সি. পরিচালক অধ্যাপক ড. এম. এ. হাকিম সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিসিপিআর পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, সিপিডিএস পরিচালক মোঃ জামাল উদ্দীন, ক্লাবের সহকারি মডারেটর বাহরিন খান এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ।

পছন্দের আরো পোস্ট