বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. শাকিল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির গাজীপুর জেলা শাখার সভাপতি ফাহাদ মৃধা ও সাধারণ সম্পাদক নাসিম কবির স্বাক্ষরিত গত ২৩ মে  বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কালিয়াকৈর উপজেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ প্রতিবেদককে এতথ্য নিশ্চিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহরিয়ার হোসাইন সজীব, মো. আব্দুল্লাহ আল-মামুন, মো. লতিফ হোসেন, মো. কামরুল হাসান জসীম;

Post MIddle

যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিমন, মো. নাসিম সরকার, মো. আব্দুল মোতালেব। সাংগঠনিক সম্পাদক জিসান সরকার মনোনীত হয়েছেন।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কালিয়াকৈর শাখার নব-নির্বাচিত সভাপতি মো. শাকিল হোসাইন জানান,  গাজীপুর জেলার সম্মনয়ে কাজ করে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদারের নেতৃত্বে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে।

তিনি আরো বলেন, আমাদের গাজীপুর-১ আসনের সফল অভিভাবক, গাজীপুরের মাটি ও জনমানুষের নেতা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এম.পির নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশের রুপকার মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে।

এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কালিয়াকৈর উপজেলা শাখার নতুন কমিটিতে কালিয়াকৈর উপজেলার অন্তর্গত ঢালজোড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান আক্তার চেয়ারম্যানের সুযোগ্য পুত্র, সাধারন ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, ছাত্রনেতা মো. শাকিল হোসাইন কে কালিয়াকৈর উপজেলার সভাপতি নির্বাচিত করায় কালিয়াকৈরে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

পছন্দের আরো পোস্ট