ঢাবিতে প্রাক-বাজেট সেমিনার আগামী ২৫ মে

ঢাবি প্রতিনিধিঃ

Post MIddle

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি’র উদ্যোগে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চশিক্ষায় বাজেট” শীর্ষক ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট সেমিনার আগামী ২৫ মে ২০১৯ শনিবার দুপুর ২:০০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সেমিনারের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অনারারি অধ্যাপক ড. আতিউর রহমান ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি’র পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সেন্টারের সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

পছন্দের আরো পোস্ট