বালা’র ম্যান অফ দ্যা ইয়ার হেমী হোসাইন

বেনজীর আবরারঃ

গত ১১ই মে ডিসনিল্যান্ডের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলসের এবছরের “ম্যান অফ দ্যা ইয়ার” হয়েছেন কর্পোরেট ব্যাক্তিত্ব, লাইফ কোচ হেমী হোসাইন।

বালা’র জেনারেল সেক্রেটারি তারিক বাবু সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বালা’র ওম্যান এ্যাফেয়ার্স সেক্রেটারি ইয়াসমিন।

Post MIddle

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ইন্জিনিয়ার জলিল খান। এবারের আয়োজনে তারা বাংলাদেশী নাগরিক হিসেবে অস্ট্রেলিয়ান স্কিল ডেভেলপমেন্টে অবদান রাখায় হেমী হোসাইনকে এ সম্মানে ভূষিত করেন।

বালা'র ম্যান অফ দ্যা ইয়ারহেমী হোসাইন বলেন, “আমি বাংলাদেশি কিন্তু বিগত ২০ বছর ধরে অষ্ট্রেলিয়ায় থাকছি। আন্তর্জাতিক ছাত্র হিসেবে অষ্ট্রেলিয়ায় যাত্রা শুরু করি, তারপর অষ্ট্রেলিয়ার বিভিন্ন অনেক নামকরা কর্পোরেটে অনেক উচ্চপদে প্রায় ১৩ বছর কাজ করেছি।

গত ৫ বছর ধরে নিজের ব্যবসায়ে পরিচালনা করছি এবং এখন বর্তমানে আমার অষ্ট্রেলিয়ায় ছয়টি কোম্পানি রয়েছে। বাংলাদেশে তার প্রতিষ্টান ক্যারিয়ার্স হাব বাংলাদেশ।

এবারের অর্জনের আগে হেমী হোসাইন ২০১৭ সালে অর্থকন্ঠ(Arthokontho)-the Best Young Entrepreneur Business Award of the year হন, ২০১৮ সালে অষ্ট্রেলিয়ার Business 3000+ Award in Melbourne winner of the আন্তর্জাতিক ক্যাটাগরিতে Best Business Award”পান।

পছন্দের আরো পোস্ট