দীর্ঘ ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি প্রতিনিধিঃ

গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শব-ই-ক্বদর, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ৩৭ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ১২ মে (রবিবার) থেকে ১৩ জুন  (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শব-ই-ক্বদর, পবিত্র ঈদ-উল-ফিতর  উপলক্ষে  বিশ্ববিদ্যালয় আগামী আগামী ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত ।

উল্লেখ্য, নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে ১০ ও ১১ মে (শুক্রবার ও  শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্যাম্পাস বন্ধ হচ্ছে দুইদিন আগেই। একইভাবে ১৪ ও ১৫ জুন যথাক্রমে (শুক্র ও শনিবার) হওয়ায় বিশ্ববিদ্যালয় চালু হবে ১৬ জুন (রবিবার)। সর্বমোট ৩৭ দিনের দীর্ঘ ছুটি পাবে শিক্ষার্থীরা।

পছন্দের আরো পোস্ট