শাবিপ্রবির শিক্ষকদের ক্রিকেট প্রতিযোগিতা
শাবিপ্রবি প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষকদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ফুড এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ।
রোববার (৫ই মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এফইটি বিভাগ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ১৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পুরস্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরণীর সময় তিনি বলেন, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষকদের মানসিকভাবে আরো উজ্জীবিত করবে।
এসময় আরও বক্তব্য রাখেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মো. আরিফ আহমেদ প্রমুখ।