ইবিতে মুসলিম নারীর রাজনৈতিক নেতৃত্ব শীর্ষক সেমিনার

প্রিতম মজুমদার, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে “আধুনিক যুগে মুসলিম নারীর রাজনৈতিক নেতৃত্ব: একটি পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Post MIddle

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের সভাকক্ষে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্ত্বাবধায়ক দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম নূরুল আলম।সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ও অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা প্রমুখ।

এসময় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পি.এইচ.ডি গবেষক শামীমা নাসরীন ‘আধুনিক যুগে মুসলিম নারীর রাজনৈতিক নেতৃত্ব শীর্ষক : একটি পর্যালোচনা প্রবন্ধ উপস্থাপন করেন।

পছন্দের আরো পোস্ট