টাংগাইল স্টুডেন্ট এসোসিয়েশনের শিক্ষা সফর

ইবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন “টাংগাইল স্টুডেন্টস এসোসিয়েশন”।গত ২৭-০৪-২০২৯ রোজ শনিবার এ সংগঠনের বার্ষিক শিক্ষা সফর অনুষ্টিত হয়। শিক্ষা সফরের নির্ধারিত স্পর্ট ছিলো রাঙ্গামাটি। জেলা সমিতির সভাপতি মো: শহিদুল ইসলামের নেতৃত্বে সকাল ৭.৩০ মিনিটে তারা ক্যাম্পাস ছেড়ে যায় এবং সন্ধা ৭.৪০ মিনিটে তারা ক্যাম্পাসে পৌছায়।

রাঙ্গামাটিতে অবস্থিত, প্রাকৃতিক শুভলং ঝর্ণা, পলওয়েল শিশু পার্ক,চাং পাং,পেদা টিং টিং, পাহাড়ী গ্রাম,ঝুম ঘর,নির্মান নগর মন্দির,ঝুলন্ত ব্রিজ পরিদর্শন শেষে সন্ধা ৭.৪০ মিনিটে তারা ক্যাম্পাসে পৌছায়। এ সময় সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জরুরী কাজে ঢাকা থাকার কারনে তিনি উপস্থিত থাকতে পারেন নি।

Post MIddle

শিক্ষা সফর সম্পর্কে জেলা সতিমির সভাপতি মো: শহিদুল ইসলাম বলেন, ভ্রাতৃত্ব বন্ধনে অামরা সব সময় এক। অামাদের নিজের মাঝে সম্পর্ক অারো ঘনিষ্ট করা, পারস্পারিক সহযোগিতা, মেলবন্ধন হলো আমাদের জেলা এসোসিয়েশন। অামি মনে করি শিক্ষা সফর অামাদের সেই মেলবন্ধন অারো দৃঢ় করবে । অামরা চেষ্টা করবো প্রতি বছরই যেন অামাদের জেলা এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা সফরে যেতে পারি।

যাদের সার্বিক সহযোগীতা এই শিক্ষা সফর অনুষ্টিত হয়েছে তারা হলেন…. প্রফেসর ড.মোঃ মাহবুবুর রহমান ডিন জীব বিজ্ঞান অনুষদ, ড.মোঃ আতিকুর রহমান,সহযোগী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ, মোজাম্মেল হক সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস, আসমা আক্তার সহকারী অধ্যাপক,ফারসি বিভাগ,মৌমিতা পাল প্রভাষক,ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স,মাজহারুল ইসলাম প্রভাষক,ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স এবং আব্দুল্লা-আল-মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল প্রমুখ।

লেখক  মো: শহিদুল ইসলাম

শিক্ষার্থী ও সভাপতি,  টাংগাইল জেলা স্টুডেন্ট   এসোসিয়েশন,  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।

পছন্দের আরো পোস্ট