যৌন হয়রানির প্রতিবাদে ইবিতে পথ নাটক

ইবি প্রতিনিধিঃ

নুসরাত হত্যা ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিচার চাই’ নামে পথ নাটক প্রদর্শিত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্ত্বরে আইন সচেতনতা বিষয়ক সংগঠন ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের (এলএভিডিসি) আয়োজনে ও ইবি থিয়েটারের পরিবেশনায় নাটকটি প্রদর্শিত হয়।

Post MIddle

নাটকটি রচনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী এনামুল হক। সার্বিক নির্দেশনায় ছিলেন লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী আদনান হোসাইন চৌধুরী। নাটকে অভিনয় করেন তন্ময় হাফিজ, রেজওয়ান, পিয়াস, ইমরান, নাহিদ, রাকিব, রিফাত, আশফিকা, শ্যামলী, কৌশিক ও আকাশ প্রমুখ।

এসময় আইন অন্ষুদের ডীন আধ্যাপক ড. রেবা মন্ডল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুজ জামান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভিন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও এলএভিডিসি’র সভাপতি মমিনুর রহমান, সংগঠনের অন্যান্য সদস্যরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট