কুবিতে চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের বরণ-বিদায় অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি

‘এসো মিলি প্রাণের টানে,সম্প্রীতির বন্ধনে’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার কক্ষে এ অনুষ্ঠান হয়।

Post MIddle

সংগঠনটির সভাপতি মাঈনুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও সহকারী প্রক্টর রসায়ন বিভাগের প্রভাষক রবিউল আলম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি জিয়াউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী হোসাইন মোরশেদ ফরহাদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। একইসাথে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে নবীনবরণ ও প্রবীণ বিদায় পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা পারফর্ম করেন।

/এমকে

পছন্দের আরো পোস্ট