সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে আজ (১৬ এপ্রিল ২০১৯) বর্ষবরণ উৎসবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

Post MIddle

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক সালাহউদ্দিন লাভলু। স্বাগত বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

মেলার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব পান্তা-ইলিশ, পিঠা-পুলিসহ কয়েক ধরনের স্টল প্রদর্শন করে। পরিশেষে কালচারাল ক্লাবের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পছন্দের আরো পোস্ট