মোরেলগঞ্জে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

মেহেদী হাসান লিপন মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা ঃ

বাংলা বর্ষবরণ-২০২৬ উপলক্ষ্যে রোববার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পান্তা ভাত , মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা , আলোচনা সভা ,হা-ডু-ডু খেলা অ

উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, ওসি (তদন্ত) ঠাকুরদাস মন্ডলের নেতত্বে বর্ণাঢ্য র‌্যালি সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Post MIddle

র‌্যালিতে পৌর সদরের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয়, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু হুরাইরা দাখিল মাদ্রাসা, লতিফিয়া ফাযিল মাদ্রাসা,কাঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দি লাইসিয়াম একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালিতে অংশগ্রহন করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে পান্তা ভাত পরিবেশন করা হয়।

একইদিনে উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এইভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসায় বাংলা বর্ষবরণ উপলক্ষে পান্তা ভাত-ইলিশ পরিবেশন,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এছাড়াও উপজেলা বিএসএস দাখিল মাদ্রাসা, হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসা, মনোয়ারা দাখিল মাদ্রাসা, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, উত্তর চিপা বারইখালী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ আদর্শ সরকারি প্রাখমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

পছন্দের আরো পোস্ট