কুবি প্রেস ক্লাবের দ্বিতীয় বর্ষে পদার্পণ

কুবি প্রতিনিধি:

‘সর্বদা সত্যের সন্ধানে’- স্লোগানের ধারক ও বাহক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে সত্যানুসন্ধানের লক্ষ্যে ২০১৮ সালের ৪ এপ্রিল আহ্বায়ক কমিটির মাধ্যমে গঠিত হয় সাংবাদিক সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকে বিগত এক বছর ধরে বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের থেকে গ্রহণযোগ্যতা অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। ‘সর্বদা সত্যের সন্ধানে’ এই স্লোগানকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংগঠনের সাথে যুক্ত ক্যাম্পাস সাংবাদিকরা।

উল্লেখ্য, সরকারী ছুটি বিবেচনায় (৪ এপ্রিল) সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন হবে আগামী ৮ এপ্রিল (সোমবার)। এ উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উক্ত সেমিনারে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। সেমিনারে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও আমাদের নতুন সময় এর সম্পাদক নাইমুল ইসলাম খান এবং অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন এর ডেপুটি নিউজ এডিটর ফাতেমা আবেদীন নাজলা প্রমুখ।

Post MIddle

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের পথচলা মসৃণ রাখতে সবার সহযোগিতা কামনা করে সাধারণ সম্পাদক মাহফুজ কিশোর বলেন, ‘ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার চর্চা ও বস্তুনিষ্ঠতার সাথে ক্যাম্পাসকে পত্রিকার পাতায় তুলে ধরার পণ থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। এই এক বছরে আমরা সে পথ ধরে হেঁটেছি। এই প্রেরণা থেকেই সামনের দিনগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আরও সমৃদ্ধ হবে বলে আশা রাখি।’

সভাপতি শতাব্দী জুবায়ের বলেন, ‘সর্বদা সত্যের সন্ধানে’- এই স্লোগানকে সামনে রেখে মেধাবী, পরিশ্রমী ও সাহসী ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। আজ ৪ এপ্রিল সংগঠন এক বছরে পদার্পণ করেছে।’

প্রেস ক্লাবের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘সহকর্মীরা তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সংগঠনের জন্য কাজ করছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক সংবাদ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার চেষ্টা করছি, আর এই চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

মাহফুজ কিশোর।কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পছন্দের আরো পোস্ট