
পদার্থ বিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ”২য় পুনর্মিলনী” আজ ২৯ মার্চ ২০১৯ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস ছাত্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ নূরউদ্দীন এবং এ এইচ এম শফিকুজ্জামান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ”২য় পুনর্মিলনী” উপলক্ষে প্রকাশিত স্যুভেনির-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া, দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল- আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান