এমজেএফ সিইউএসডি জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট আয়োজিত ‘এমজেএফ সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব-২০১৯’ এ অপরাজিত চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাির্সটি ডিবেটিং ক্লাব (ডিআইইউডিসি)। গত ২৩ মার্চ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত এ বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিকে ১০-০ ব্যালটে পরাজিত করে ডিআইইউডিসি এ চ্যাম্পিয়নশিপ অর্জন করে। বিতর্কে ডিআইইউডিসিকে প্রতিনিধিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মুকিতুল বারী, ওমর ফারুক সীমান্ত এবং নাজিয়া আফরোজ। প্রতিযোগিতায় ডিবেটর অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন ওমর ফারুক সীমান্ত।

Post MIddle

চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, সারা দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি দল অংশগ্রহণ করেছিল দুই দিনের (২২-২৩ মার্চ) এই বিতর্ক উৎসবে। উৎসব আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।

ক্যাপশনঃ ‘এমজেএফ সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব-২০১৯’ এ অপরাজিত চ্যাম্পিয়ন শিরোপা অর্জনকারী  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাির্সটি ডিবেটিং ক্লাব (ডিআইইউডিসি) এর সদস্যরা ট্রফি তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হামিদুল হক খানের হাতে। এসময় ডিআইইউডিসি’র মডারেটর প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব ও উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট