প্রাথমিকে শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি শুরুর চিন্তাভাবনা চলছে। প্রার্থী বেশি হওয়ায় সারা দেশে তিন থেকে চারটি ধাপে পরীক্ষা সম্পন্ন করা হতে পারে।প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির রোববার এ তথ্য নিশ্চিত করেন।

রোববার দুপুরে নিজ দফতরে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ১৫ মার্চ শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর লক্ষ্যে প্রস্তুতি শতভাগ ছিল।

কিন্তু জাতীয় শিক্ষা সপ্তাহের কর্মসূচির কারণে সেটি সম্ভব হয়নি। ১৫ এপ্রিলের পর সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজনের জন্য ডিইপিকে নির্দেশ দেয়া হয়েছে। এবার আবেদনকারী বেশি হওয়ায় তিন থেকে চারটি ধাপে সারা দেশে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।

Post MIddle
সুত্র:যুগান্তর
পছন্দের আরো পোস্ট