বাসন্তী রঙ আঁচল 

। কাজী মোহিনী ইসলাম।

খোঁপার বাঁধন দেয় খুলে গো দক্ষিণ হাওয়া
রঙ বিলাসী এলো কি ওই বসন্ত আজ?

ব্যাকুল চোখের আকাশ হবো তোমার চোখে
বাজাও বাঁশি কোন সুদূরে যায় ভেঙে লাজ!

Post MIddle

বাঁশির সুরে লাগলো কাঁপন মাদল জোড়ায়
রেশমি চুড়ি পায়ের পায়েল উঠলো নেচে
কান পাশা আর নাকের নোলক সোনার বালা
ফুলের দামে আজ সবই তা দিলাম বেচে!

তোমার সুরে সুর মেলানো বিভোর হৃদয়
এমন করে আর ডেকো না আকুল প্রাণে

বাসন্তী রঙ আঁচল উড়া আজ দুপুরে
চোখের পাতায় লাগলো আবেশ ফুলের ঘ্রাণে!

পছন্দের আরো পোস্ট