কোন মানে নেই

মতিন পলাশ 

 

আমাদের শহরে

আমাদের ঘিরে

একান্ত কোন

ব্যক্তিচারিতা নেই

গ্রহাগমনের পরও

পৃথিবী ও সূর্যের

উষ্ণতা ও শীতলতার বহু মাখামাখি

শেষে

আমাদের পরিচয়

যদিও ততদিনে

কেউ এক অক্ষে চন্দ্র

আর কেউ অন্য অক্ষে গ্রহ

তবুও এই যে পরিচয়

মুখোমুখি বসে থাকা

অনর্থক আলাপচারিতায়

কিংবা চুপচাপ

এর আসলে কোন অর্থ নেই

যুদ্ধ জয় করে ফেরা যোদ্ধা জানে

ক্লান্তি কি

অবসাদ কতোটা পোড়ায়

Post MIddle

যুদ্ধ জয় মানেই

ফুল নয়

মালা নয়

ওসব শুধুই আড়াল

কতটা তিক্ততা,রিক্ততা, কত ধ্বংসের

ভেতর দিয়ে যেয়ে

জয়ের এ খেলা,

এরপর অহংকার বা অভিমান,

অবসাদ,

বরমাল্য,

এর কোন মানে নেই

পোড় খাওয়া চোখে

তবুও কখনও কখনও স্বপ্নরা

কুহক জাগাতে চায়

সমস্ত ব্যাকরণ ভুলে

মন নিজেকেই বলতে চায়

এই যে মুখোমুখি বসে থাকা

তার কি আসলেই কোনো মানে নেই!!!

 

মতিন পলাশ

অক্টোবর ২৫, বসুন্ধরা।

লেখক পেশায় একজন চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং কোম্পানী সেক্রেটারী।

পছন্দের আরো পোস্ট