মেট্রোপলিটনে “ল’ ক্যারিয়ার ডেভেলপমেন্ট” শীর্ষক কর্মশালা

আজ (২৪ নভেম্বর), শনিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের আয়োজনে “ল’ ক্যারিয়ার ডেভেলপমেন্ট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। ইউনিভার্সিটির প্রফেসর হাবিুবর রহমান লাইব্রেরি হলে ওয়ার্কশপ সকাল সাড়ে ন’টায় শুরু হয়ে চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

Post MIddle

আইনের শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের নিযুক্ত করতে পারে এমন সম্ভাবনাময় বিভিন্ন পেশা সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হবে কর্মশালায়। কর্মশালার মোট সাতটি সেশন থাকবে। সেশনগুলো পরিচালনা করবেন সনামধন্য আইনজীবী, বিচারক, সরকারি ও বেসরকারি উর্ধতন কর্মকর্তা, এবং সাংবাদিকবৃন্দ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ছাড়াও সিলেটের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করবেন। আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. রবিউল হোসেন-এর সভাপতিত্বে ওয়ার্কশপ উদ্বোধন করবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর শিব প্রসাদ সেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

পছন্দের আরো পোস্ট