লোকপ্রশাসন বিভাগের নবনিযুক্ত শিক্ষককে ফুল দিয়ে বরণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের নতুন প্রভাষক হিসেবে যোগদান করেছেন মুহাম্মাদ হারুনুর রশীদ। আজ বৃহস্পতিবার দুপুরে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার (৬ই নভেম্বর) বিভাগের নতুন প্রভাষক হিসেবে তিনি যোগদান করেন।