তরুণরাই আগামীর বাংলাদেশ
জাতিসংঘ কর্তৃক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ওয়াল্ড লিংকআপ এর উদ্যোগে ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আসছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক সাবেক গর্ভনর ড. আতিউর রহমান।
অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক হাসান আজিজুল হক।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ার্ল্ড লিংকআপের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও মাননীয় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ওয়ার্ল্ড লিংকআপ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুম বিল্লাহ। উক্ত আলোচনা শেষে বিশেষ প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড লিংকআপ সংগঠনটি ২০১৬ সালে ৮ই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বর্তমানে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি গোলের মধ্যে ১৩টি গোল নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।
গোলগুলোর মধ্যে রয়েছে – ‘নো পোভার্টি টিম, জিরো হাঙ্গার টিম, গুড হেলথ্ এ্যা- ওয়েল-বিং টিম, কোয়ালিটি এডুকেশন টিম, জেন্ডার ইকুয়ালিটি টিম, ক্লিন ওয়াটার এ্যা- স্যানিটেশন টিম, এ্যাফোরড্যাবল এ্যা- ক্লিন এ্যানার্জি টিম, ডিসেন্ট ওয়ার্ক এ্যা- ইকোনমিক গ্রোথ টিম, ইন্ডাস্ট্রি ইনোভেশন এ্যা- ইনফ্রাস্ট্রাকচার টিম, রিসপনসিবল কনসামশান এ্যা- প্রোডাকশান টিম, ক্লাইমেট এ্যাকশান টিম।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড লিংকআপ’র সাধারণ সম্পাদক আসমা সুলতানা, এ্যাডমিন সদস্য আসমা মোহাম্মদ, ইমিগ্রেশন সদস্য সুমাইয়া রহমান, মিডিয়া এ্যা- পাবলিকেশন সদস্য জান্নাত ঐশি।###