বেরোবিতে নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালা

সফল হতে চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। বৃহস্পতিবার (০৮ নভেম্বর ২০১৮) সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস আয়োজিত বেরোবি’র নারী শিক্ষার্থীদের তৃতীয় ব্যাচের দুই দিনব্যাপী ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালার সমাপনী দিনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এসকল কর্মশালা থেকে অর্জিত জ্ঞান বেশী বেশী চর্চা করার এবং প্রয়োগ করার মধ্যদিয়েই সফলতা অর্জন সম্ভবপর হবে। ধারাবাহিকভাবে চলা এসকল কর্মশালা আয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন তিনি।

Post MIddle

ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে দুই দিনের এই কর্মশালা পরিচালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ, গবেষণা সহযোগী জিয়া উদ্দিন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাকিব আলম। এতে অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে বাছাইকৃত নারী শিক্ষার্থীবৃন্দ।

 

পছন্দের আরো পোস্ট