সাউথইস্টে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) এর তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে ২ নভেম্বর ২০১৮ তারিখে ৯ম ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০১৯ (ঢাকা দক্ষিণ অঞ্চল) অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্তরে বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদ্ীন।

Post MIddle

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফকরুদ্দীন আহমেদ, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, প্রশিক্ষক অধ্যাপক ড. আরশাদ মোমেন ও এসইইউ’র শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

নিবন্ধিত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অলিম্পিয়াডে অংশগ্রহন করে এবং এসইউ ক্যাম্পাস ঘুরে দেখে। পরে প্রশ্নোত্তর পর্ব শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হয়।

পছন্দের আরো পোস্ট