কুয়েটে বৃক্ষ রোপন ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচী পালিত

০১ নভেম্বর, ২০১৮
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), খুলনা কেন্দ্রের উদ্যোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষ রোপন ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচী পালিত হয়েছে। ০১ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় শহীদ মিনার সংলগ্ন লেকের পাড়ে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন এবং লেকে মাছের পোনা অবমুক্ত করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

Post MIddle

এসময় অন্যান্যের মধ্যে আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন, আইইবি খুলনা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রফেসর ড. সোবহান মিয়া, ভাইস-চেয়ারম্যান (এএন্ডএইচআরডি) প্রকৌশলী দিলু আরা, কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ ইকরামুল হক, প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, প্রকৌশলী আসলাম পারভেজসহ আইইবি খুলনা কেন্দ্রের সদস্য, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ।

পছন্দের আরো পোস্ট