প্রেম পরিণতি

রিমির মনে খুশির অন্ত নেই। আর কিছুদিন পরেই ওর বিয়ে। তাও ভালোবাসার মানুষটার সাথে। অবশেষে দীর্ঘ উনিশ বছরের প্রেম পরিণতি পেতে যাচ্ছে।
এই সম্পর্ক কে টিকিয়ে রাখার জন্য পরিবার আর সমাজের সাথে কি যুদ্ধ টাই না করে গেছে সে এতদিন! জোর করে কতবার বিয়ে দিতে চেয়েছে বাবামা। ভালোবাসার মানুষকে ছাড়া বিয়ে করবেনা বলে সুইসাইড এটেম্পট ও নিয়েছিলো রিমি।
একটা মাত্র মেয়ে তাদের। তাদের সম্বল । তাই মা-বাবা ও আর ভয়ে অন্য কোথাও বিয়ের জন্য জোর করেনি।

যাক সেসব কথা, এসব আর এখন ভাবতে চায়না সে। সাকিব তো বলেছে, আর কদিন পরেই ওর মা আসবে বিয়ের প্রপোজাল নিয়ে। তার অপেক্ষার শেষ হবে, তার স্বপ্ন গুলো সফল হবে।

বিয়ের লেহেঙ্গা টা কেমন হবে ভাবছে রিমি। সাকিব ডার্ক কালার পছন্দ করে। প্রায়ই বলে –
‘রিমি, ব্ল্যাক আর নেভিব্লু কালার ড্রেস এ তোমাকে অসাধারণ লাগে।’
লজ্জা পায় রিমি, কিন্তু ভালোবাসার মানুষের কাছে নিজের প্রশংসা শুনতে কিযে ভালো লাগে!
আচ্ছা ব্ল্যাক কালারের লেহেঙ্গাই কি তাহলে পরবে সে বিয়ের দিন ! নাকি নেভি ব্লু! এটাও তো সাকিব এর প্রিয় কালার!

সাকিব ফোন দিয়েছে। ও নাকি ইন্ডিয়াতে যাচ্ছে হঠাৎ।
‘কেন! এই সময় ইন্ডিয়া তে যাবে কেনো তুমি? আমাকে না জানিয়ে এভাবে চলে যাচ্ছ? তুমি গিয়ে কথা বলবা না, আমি কিভাবে থাকবো!’
– ‘জান আমি তো কয়েকদিনের জন্য যাচ্ছি। তোমার কি কি লাগবে লিস্ট দাও।’
মেয়েটি কষ্টের পরেও হাসলো। আর কিছুদিন পরেই বিয়ে। কেনাকাটা করতেই হবে কদিন পর। এখন আর কিছু কিনবেনা সে। সাকিব বলেছে এই অক্টোবরেই আকদ সেরে ফেলবে। তারপর দুজন মিলে দেশের বাইরে হানিমুন এ যাবে।

রাত থেকেই কেমন যেন অস্থির আর দম বন্ধ লাগছে রিমির। সাকিবের সাথে কথা না বললে কিছুতেই কিছু ভালো লাগেনা। উফফ ছেলেটা আজকাল এত্তো বিজি থাকে! তারপরেও ফোন দিলো সে। সাকিব অনেক আস্তে কথা বলছে, একটু অসুস্থ। গলায় নাকি কি যেনো হয়েছে। ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন। ছেলেটা আজকাল এত অসুস্থ থাকে কেনো!
কথা শেষে সাকিব বললো, ‘আই লাভ ইউ জান’।
এখানেই রিমির শান্তি, ভালোবাসার মানুষটার কাছে লাব্বিউ শুনলে মনে হয় বিশ্বের সমস্ত সুখ তার কাছে। খুশিমনে ঘুমুতে গেলো সে।

আজকে রিমির অনেক কাজ। এতো এতো অর্ডার এসেছে আজ, পারসেল গুছাতে হিমশিম খাচ্ছে সে। তারপরে আবার ভেন্ডর কল করেছে নতুন আরো শিপমেন্ট এর জন্য।
এর মাঝেই কল এলো সাকিবের বন্ধুর বউ এর।
‘রিমি এটা তুমি করতে পারলা! তোমরা বিয়ে করতেছো আর দাওয়াত দিলা না! আমি খুব রাগ করেছি।’

বুঝতে সময় লাগলো রিমির। ‘কার বিয়ে আপু?’
-কেন? তোমার আর সাকিব এর বিয়ে না আজকে, হলুদের ছবি দেখলাম যে!

মাথা ঝিমঝিম করছে রিমির। অনেক কষ্টে বললো ‘না।’

Post MIddle

-‘কি বলো! একমাস আগে নাকি তোমাদের এনগেজমেন্ট হয়েছে? আর আজ বিয়ে?’

কিচ্ছু ভাবতে পারছেনা রিমি। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার। সবকিছু শুন্য মনে হচ্ছে।
ফোনের পর ফোন দিচ্ছে সে সাকিবকে। অনেকক্ষণ পর ফোন ধরলো সাকিব।
‘তুমি নাকি বিয়ে করতেছো? কাকে বিয়ে করছো? তোমার তো আমার সাথে বিয়ের কথা।’

– ‘সরি রিমি.. হঠাৎ করে হয়ে গেছে সবকিছু।’

‘হঠাৎ করে হয়ে গেছে মানে? হঠাৎ হয়ে হগেছে মানে কি? কেনো হবে? এতোবড় বেইমানি আমার সাথে! কেমনে তুমি পারলা সাকিব? একমাস আগে তোমার এনগেজমেন্ট হয়েছে। গতকালকেও তুমি আমাকে লাভ ইউ জান বললা, অক্টোবরেই আমাদের আকদ হবার কথা, আজকে ২০ তারিখ, তুমি আজকে বিয়ে করতেছো আর অন্য মেয়েকে বিয়ে করতেছো? কিভাবে পারলা তুমি সাকিব? আমি এক্ষনি সুইসাইড করবো।’
খট করে ফোনটা কেটে ফোন অফ করে দিল সাকিব। এসব ফালতু বিষয়ে নষ্ট করার মতো সময় তার আর নেই।

হুম… আজ সাকিবের বিয়ে। ১৯ বছরের সম্পর্ক শেষ করে সে আজ বিয়ে করছে অন্য একটা মেয়েকে। কি করেনি রিমি ওর জন্য! সবকিছু ছেড়ে এতটা বছর ধরে অপেক্ষা করে গেছে ওর জন্য। ভয় হয়েছে.. বার বার প্রশ্ন করেছে-
‘ সাকিব, তুমি আমাকে বিয়ে করবা তো!’
সাকিব ওকে অভয় দিয়ে গেছে-
‘ জান, আমি তো আছিই’
সাকিব অপেক্ষা করতে বলেছে। রিমি করেছে। ২৮ বছরের জীবনে ১৯ বছরের সম্পর্ক তার। সাকিব ছাড়া অন্য কোন ছেলে ছিলোনা তার জীবনে। কোন ছেলের দিকে চোখ তুলেও সে কখনো দেখেনি। কোন ছেলে বন্ধুও রাখেনি সে তার জীবনে।
সাকিব তাকে সে প্রতিদান দিয়েছে আজ। বিয়ে করছে সে। অন্য একটা মেয়েকে। ওর জায়গাটা আজ অন্য একটা মেয়ে নিয়ে নিয়েছে।

ভাবছে রিমি, ওর অপরাধ কি ছিলো?
সাকিব কিভাবে এমন বেইমানী করতে পারলো! কারণ কি ছিলো? ও আগের মতো সে আর সুন্দরী নেই বলে? ওর বয়স বেড়েছে বলে? কোন দিক দিয়ে অযোগ্য ছিলো রিমি?

সাকিবের বন্ধুর কাছে নাম জেনে আইডি খুঁজে বের করলো মেয়েটার। মেয়েটার নাম মিতু। ছোট্ট একটা মেয়ে। খিলগাঁও বাসা। ইউল্যাব এ পড়ে। গার্লস গ্রুপ গুলোতে মেয়েটার অবাধ বিচরণ। মেয়েটির বয়স মাত্র একুশ।

রিমি তাকিয়ে আছে মেয়েটার ছবির দিকে। বিয়ের ছবি দিয়েছে প্রোফাইল পিকচার এ। প্রাইভ এ সেজেছে মেয়েটা। সুন্দর একটা লেহেঙ্গা পরে আছে ও। ব্লাকিশ-নেভিব্লু কালারের একটা লেহেঙ্গা। যেটা সাকিব কিছুদিন আগে ইন্ডিয়া তে গিয়ে কিনে এনেছিলো।

শারমিন আকতার সাজলেখিকা: শারমিন আকতার সাজ

Chairperson at Women Entrepreneurs Bangladesh – WEBD

পছন্দের আরো পোস্ট