ইবির নতুন প্রেস প্রশাসক ড. রহমান হাবিব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. রহমান হাবিব। আগামী এক বছরের জন্য সোমবার তিনি ওই পদে যোগদান করেন। তিনি সাবেক প্রেস প্রশাসক প্রফেসর ড. ভুপেশ চন্দ্র রায়ের স্থলাভিষিক্ত হলেন।

Post MIddle

রেজিস্ট্রার অফিস সূত্রে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রেসে পাবলিকেশন উইং সংযুক্ত করা হয়েছে। এতে প্রতিটি বিভাগের নিজস্ব কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী টেক্সটবুক রচনার জন্য শিক্ষকদের আহ্বান জানিয়েছেন ভিসি ড. রাশিদ আসকারী। একই সাথে নতুন এসব প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে মুদ্রণ ও ছাপানো উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক হিসেবে এক বছরের জন্য প্রতি বছর নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়। বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. হাবিবুর রহমানকে নিয়োগ দেন ভিসি। সোমবার দুপুর দুইটার দিকে তিনি নতুন পদে যোগদান করেন।

সদ্য নিয়োগ প্রাপ্ত ড. রহমান হাবিব বলেন, ‘শিক্ষকদের চিন্তা প্রকাশের একটি অন্যতম জায়গা হলো প্রেস। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জল করতে আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। আমাদের প্রেস থেকে ভালো বই ও প্রকাশনা ছাপাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

পছন্দের আরো পোস্ট