প্রতিবর্তনের বর্ষপূর্তি পালিত
কাব্য, নৃত্য ও সঙ্গীতমুখরতায় পালিত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। একইসাথে অনুষ্ঠানে নবীন সদস্যদের বরণ করে নেয় সংগঠনটি।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় প্রতিবর্তনের পাশাপাশি অংশ নেয় আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র ও নাট্যসংগঠন থিয়েটার কুবি।
উল্লেখ্য, বর্ষপূর্তির পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে ক্যাম্পাসের একমাত্র অনলাইনভিত্তিক সম্প্রচারমাধ্যম রেডিও কুবি।