প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের ফাইনাল জুরি

‘এদেশের স্থপতিদের রুরাল আর্কিটেকচার নিয়ে ভাবা জরুরি’, এদেশের অধিকাংশ লোক গ্রামে বাস করলেও এখনও গ্রামে পুকুর, খাল, বিল, মাঠ প্রভৃতির অস্তিত্ব আছে। তবে ক্রমাগত লোকসংখ্যা বৃদ্ধি ও তাদের বাসস্থান বৃদ্ধির কারণে বিশ শতকের নব্বই দশক থেকে গ্রামে প্রতি বছর জমি কমছে। ফলে গ্রামে জমি রক্ষা করার জন্য অল্প পরিসরে বেশি লোকের থাকার ব্যবস্থা করতে এদেশের স্থপতিদের রুরাল আর্কিটেকচার নিয়ে ভাবা জরুরি।’
০৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, সকাল ১০টায় নগরীর প্রবর্তক মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে এই বিভাগের ৩য় ব্যাচের ফাইনাল জুরি-২০১৮ অনুষ্ঠানে জুরাররা তাঁদের বক্তব্যে এসব কথা বলেন।
স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সোহেল শাকুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জুরার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজি আজিজুল মওলা ও সহযোগী অধ্যাপক শামিম আরা হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ডিজাইনের ডিন অধ্যাপক ড. ফুয়াদ এইচ মল্লিক, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম মাহবুবুল মালিক।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান এবং এই বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৩য় ব্যাচের শিক্ষার্থীদের ডিজাইন ও মডেল প্রদর্শন করা হয়। তাঁরা সেগুলোর উপর ব্যাখ্যা-বিশ্লেষণও জুরারদের সামনে উপস্থাপন করেন।

পছন্দের আরো পোস্ট