মেট্রোপলিটনের স্থায়ী ক্যাম্পাসে ইইই বিভাগের পাঠদান

সিলেট শহরতলির বটেশ্বর এলাকায় রয়েছে মেট্রোপলিট ইউনিভার্সিটির সুবিশাল স্থায়ী ক্যাম্পাস। স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল স্থায়ী ক্যাম্পাসে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Post MIddle

এই পাঠদান কার্যক্রমে ক্লাস নেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মিয়া মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. আ.স.ম ইফতেখার উদ্দিন, সিনিয়র লেকচারার রহমতুল্লাহ, কাজী ওহিদুজ্জামান, মির্জা মো. মাহবুবুর রহমান এবং রবি কর্মকার। ইলেকট্রিক্যাল সার্কিটস, ইলেকট্রনিক্স, বায়োমেডিকেল ইন্সট্রুমেন্টেশন, এনার্জি কনভার্সন পাওয়ার সিস্টেম প্রভৃতি বিষয়ে পাঠদান করানো হয়।
স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রমে বিভাগের শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত ও প্রাণচঞ্চল। পাঠদান কার্যক্রম শেষে স্থায়ী ক্যাম্পাসের মাঠে চলমান ‘লিগ এম’ এর ফুটবল ম্যাচ উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থীরা।

পছন্দের আরো পোস্ট