কুয়েটে জনসাধারণের পরামর্শ বিষয়ক সভা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) নির্মাণাধীন খুলনা সফ্্টওয়্যার টেকনোলজি পার্কের পরিবেশ মূল্যায়ন সম্পর্কিত জনসাধারণের পরামর্শ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির আয়োজনে (৩০ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৪টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

Post MIddle

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, আইইপিটি’র পরিচালক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, সিএসই বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা মহানগর সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আশরাফ আলী, ইইই বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা প্রমুখ।

সভায় প্রেজেন্টেশন প্রদান করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইটেক পার্ক অথরিটির পরিবেশ বিশেষজ্ঞ ড. মোঃ নূরুল ইসলাম। বক্তাগণ খুলনা সফ্্টওয়্যার টেকনোলজি পার্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এর সুফল কুয়েটসহ এর সংলগ্ন এলাকা তথা সমগ্র বাংলাদেশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট এর শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ ও সমাজসেবক, সাংবাদিক, আইটি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভাগসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট