সিইউবিতে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে পুরস্কার বিতরণী

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদশে- এ এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (২৬ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি বনানী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে গুলশান কর্মাস কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন কর।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

Post MIddle

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগে সৎ, দক্ষ ও মেধাবী নেতৃত্ব তৈরী করার লক্ষ্যে কাজ করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। যার ফলশ্রুতিতে একজন শিক্ষার্থী নিজেকে চেনার মাধ্যমে বাংলাদেশ ও সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারব।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর রেজিস্টার ব্রি. জে. মো আসাদুজ্জামান সুবহানী (অব.), স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান, এস.এম. আরিফুজ্জামান, গুলশান কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল এম. এ. মোনায়েম ও আইসিটি বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম।

পুরস্কার বিতরণী

পছন্দের আরো পোস্ট