রাবির সাংবাদিকতা বিভাগের সিনেমা প্রদর্শনী শুরু ২১ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের (২৩ তম ব্যাচ) আয়োজনে সাত দিনব্যাপী সিনেমা প্রদর্শনী শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ১২৩ নং কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর বিকেল ৩টায় প্রদর্শন করা হবে ‘ক্ষত’ (ভারত), ঐদিন সন্ধ্যা ৬টা প্রদর্শন করা হবে ‘হলিডে’। পরদিন ২২ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘অজ্ঞাতনামা’ এবং ঐদিন বিকেল ৫টায় ‘দঙ্গল’ প্রদর্শন করা হবে। ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শন করা হবে ‘দ্যা বও’, ঐদিন সন্ধ্যা ৬টায় প্রদর্শন হবে ‘পারি’। ২৪ সেপ্টেম্বর প্রদর্শীত হবে ‘স্বপ্নজাল’ ৪টায়, একই দিন সন্ধ্যা ৬:৪৫ মিনিটে প্রদর্শন হবে ‘রেইড’।

Post MIddle

২৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় ‘দ্য গ্রেট ডিকটেটর’ একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ‘পোস্ত’, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শন হবে ‘টাইগার জিন্দা হ্যায়’, একই দিন সন্ধ্যা ৭টায় ‘র‌্যামপেজ’, ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা প্রদর্শন হবে ‘ব্ল্যাক প্যানথার’ ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শন হবে ‘পিঙ্ক’।

জানতে চাইলে আয়োজক কমিটির সদস্য শিহাবুল ইসলাম বলেন, বিশ্বের বাছাইকৃত বিভিন্ন জনপ্রিয় মুভি নিয়ে আমাদের এবারের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ টিকেট পাওয়া যাচ্ছে। প্রতিটি টিকেটের মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় উক্ত প্রদর্শনীতে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।#

পছন্দের আরো পোস্ট