মাভাবিপ্রবিতে সিআরসি নতুন কমিটি গঠন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের পথশিশুদের নিয়ে সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ মাভাবিপ্রবি শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাতে সিআরসি কেন্দ্রীয় কমিটির সভাপতি রাসেল আহমেদ রাজু ও সাধারণ সম্পাদক হাসান আল সাহাবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যের কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।
Post MIddle
কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের রিফাদ আহমেদকে সভাপতি ও এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের রুবেল মাহমুদকে সাধারন সম্পাদক করে এই কমিটি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জি এম সৌরভ ও ফারজানা জামান মৌ (সহ-সভাপতি), সাজ্জাদ হোসেন ও মাইমুনা রহমান মৌ (যুগ্ম সা. সম্পাদক), মহিউদ্দিন জায়েদ (সাংগঠনিক সম্পাদক), তাজিম চৌধরী ও মেজবাহ রাহাত (সহ সাংগঠনিক সম্পাদক), মেহবুবা খান (অর্থ সম্পাদক), তৌকির আহমেদ (উপ অর্থ সম্পাদক), নিসাত তাসনীম (নারী ও শিশু সম্পাদক), বৃষ্টি পাল (উপ নারী ও শিশু সম্পাদক), শাহীন হাওলাদার (স্কুল ছাত্র ও বৃত্তি), সাইফুল ইসলাম (দপ্তর সম্পাদক), তৌহিদুল ইসলাম (পরিবেশ), ইসরাত সুহা (তথ্য ও গবেষণা), অমিতা খাঁ নিশু (শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক) প্রমুখ।
পছন্দের আরো পোস্ট