কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন পদক্ষেপ
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষার নতুন সম্ভাবনা সৃষ্টি করতে কানাডার স্বনামধন্য ভ্যানকোভার আইল্যান্ড ইউনিভার্সিটি ও কিং’স ইউনিভার্সিটি কলেজের (কানাডা) প্রতিনিধি সুমিত আগারওয়াল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সঙ্গে যৌথ-র্কাযক্রম পরচিালনার লক্ষ্যে চুক্তবদ্ধ হবার র্কাযক্রম শুরু করছে গত (১২ সপ্টেম্বের, ২০১৮) ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাথে কিং’স ইউনিভার্সিটি কলেজের পারস্পরকি সর্ম্পক জোরদারের উদ্দশ্যেে সভায় আগ্রহী শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার বিষয়ে সহায়তা করা হবে এবং নির্বাচিত দুইজন শিক্ষার্থীকে কিং’স ইউনিভার্সিটি কলেজে একটি সেমিস্টারে শিক্ষার সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উভয় প্রতিষ্ঠানে যৌথভাবে গবষেণা র্কাযক্রম পরচিালনা, ফ্যাকাল্টি এক্সচঞ্জে সংক্রান্ত কাজে এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগকে অন্যান্য একাডেমিক র্কাযক্রমে তারা বিশেষজ্ঞ সহায়তা প্রদানের আশ্বাস দেয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, স্কুল অব বিজনেসের ডীন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার, রেজিস্টার ব্রি. জে. মো আসাদুজ্জামান সুবহানী (অব.), ফিন্যান্স ডিরেক্টর রিয়াদুজ্ঝামান হৃদয় এবং ইন্টারন্যাশনাল রিলেশন্স ম্যানেজার আলী শাখাওয়াত আকন্দ।